৫৬ বার পড়া হয়েছে
খুশির জোয়ার
শাহাদাৎ হোসাইন কাওসার
মাসের পরে মাস পেরিয়ে
বছর চলে গেল,
খুশির জোয়ার বয়ে নিয়ে
ঈদুল ফিতর এলো।
দুঃখ বিষাদ ঝেড়ে ফেলে
সুখ পাখিটা ডানা মেলে
ভোরের হাওয়ায় উড়ে ঊড়ে
এ কোন খবর দিলো,
খুশির জোয়ার বয়ে নিয়ে
ঈদুল ফিতর এলো।
৩০/৪/২০২১ রিয়াদ, সৌদি আরব।
৪ Comments
অনেক সুন্দর লেখা
thanks
সুন্দর লিখেছেন।ভাল লাগল।খুশির খবর দিয়ে।
সুন্দর উপস্থাপন । পাঠে দারুণ মুগ্ধ হলাম ।