হে, খায়রুল হক
রি হোসাইন
আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে আমার বিচার হবে
হোক!
হে বিচারপতি, তবুও তোমার নিজের হাতেই
তোমার বিচার হোক
তুমি আমার ভোটের অধিকার হত্যা করেছো
তোমার নিজের হাতেই তোমার ফাঁসি হোক
তুমি ঝুলে পড়ো নায়লনের দড়িতে
ফাঁস নাও বেডরুমের ফ্যানে ঝুলে
না, না, বাথরুমের শাওয়ারে
তোমার মৃত্যু হোক সর্বোচ্চ অসম্মানে…
তোমার প্রতি কোন সম্মান অবশিষ্ট নেই
কোন নাগরিক, কবি, ডাক্তার, মাওলানা, হকার কিংবা বেশ্যা
তোমার প্রতি সম্মান নেই কারোই…
এক ফোঁটাও
এমনকি ক্যান্টনমেন্টের দেয়ালে যেখানে পেচ্ছাব করে মানুষ
সেখানেও কেবল তোমার নামে ঘৃণা ছাড়া কিছু নেই
হে, খায়রুল হক,
আমি তোমাকে আত্মহত্যার পরামর্শ দেবো
হে অমানুষ বিচারক
আমি তোমার ফাঁসির রায় দেবার হক
তোমাকেই দেবো, তারপর
আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে আমার বিচার হবে
হোক!