১) স্মৃতিগুলো আজও জীবন্ত
স্মৃতিগুলো আজও জীবন্ত
কড়া নাড়া দেয় হৃদ সাগরে
তাইতো __
বক্ষে দাহবোধ নিয়ে
বাচি হাসিমুখে।
আঁখি মেলে দেখি যবে
প্রতি মুহূর্তে তোমার বদলে যাওয়ার দেখি রূপ
তবু নাহি হতাশ হই
বারংবার আঁখি জলে ভরে
আড়ালে মুছে ফেলি দু আঁখির জল।
এ রংহীন জীবনে কোন এক গোধূলী লগ্নে
যদি দেখা হয়ে যায়
সেদিন কথা বলবে অভিমান আর নীরবতা।
আমার নীরব কান্না কেউ বোঝেনি
আঘাত জমিয়ে জমিয়ে গড়েছি জলাশয়
অভিমানের পাহাড় জমেছে হৃদয়ে
কেউ অনুভব করেনি।
সবকিছুর ইতি হয় যদি স্মৃতি
তবে স্মৃতি থাকে চিরস্থায়ী
মধুর স্মৃতিগুলো মনে পড়ে যবে
হৃদয়ে রক্তক্ষরণ হয় তবে
সুখ নাহি দিতে পারিলে
দুঃখ কেন দিলে
হাজারো প্রশ্নে ভরপুর হৃদয়
তবু উত্তর নাহি খুঁজে।
জানি __
সবই ছিল মায়া
প্রেম তো ভোলা যায়
মায়া তো নয়!
যদি প্রশ্ন করি
বিষাদে ভরে যাবে হৃদয়
তাইতো __
চুপ হয়ে রই
প্রশ্ন নাহি করি।
মধুর স্মৃতি গুলো রয়ে যাবে হৃদয়ে
আগলে রাখব আজীবন
স্মৃতিগুলো মনে করে ক্ষণে ক্ষণে
হাসবো আবার কাঁদবো।
২) শেষ ইচ্ছা
কোন এক বাদল দিনে
হয় যদি আমার মৃত্যু!
বুঝে নিও __
এটিই আমার প্রাপ্য ছিল।
বুঝে নিও____
নোনা জলে চোখ ভিজিয়েছি সহস্রবার
তোমায় ভেবে কেটেছে আমার অষ্টপ্রহর
পথের বাঁকে বাঁকে শুধু তোমায় খুঁজেছি
দখিনা বাতায়নে শুধু তোমায় অনুভব করেছি
আমার আঙ্গিনায় যখন একটি ফুল ফুটেছে
তখনও তোমায়ই ভেবেছি।
বুঝে নিও_____
নিরুপায় হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছি
মেঘের ঘন কালো ছায়া আমায় ঘিরে ধরেছিল
আর সহ্য করতে পারিনি আমি
তাইতো __
মৃত্যুকে হাসিমুখে আলিঙ্গন করেছি
আকাশ কখনো পরিষ্কার হয়নি
মেঘের ঘন কালো ছায়া
আমায় কখনো ছাড়েনি
তাইতো __
সাদা ধূসর রঙের কাপড়ে জড়িয়ে
চুপচাপ ঘুমিয়ে পড়েছি,
এই ঘুম যে আর ভাঙবে না!
যদি কখনো মনে পড়ে
আমার কথা
তবে ___
আমার কবরের পাশে যেও
হাতে একমুঠো বেলি ফুল নিয়ে
কোন এক বাদল দিনে।
কোনদিন তো __
ভালোবাসতে পারলে না
অন্তত, আমার কবরের পাশে
দু ফোটা চোখের জল ফেলে যেও
পারলে আমার জন্য দোয়া করে যেও
আমার কবরের পাশে
একটি কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে দিও।
এই মেয়েটি আর __
প্রণয় সুরে ডাকবে না
আর হবে না কারো বিরক্তির কারণ।