৭৭ বার পড়া হয়েছে
বিজয় চেতনা
মনজুলা জাহান
শত অনাচার আর অত্যাচারে
এই দেশটা গিয়েছে ভরে
নাই তো শাসন নাই কোন বারন
স্বপ্ন গিয়েছে ভেঙে–
পথের পাশের ক্ষুধার্থ সেই শিশু
পথ পানে চেয়ে আছে
মা আসবে ভাত আনবে
খাবে সে পেটটা ভরে —
সিন্ডিকেট ভাঙবে সু-শাসন দেখবে
আশা জাগে মায়ের মনে ,
দেখবো না প্রভু শাসককে
কভু অত্যাচারীর বেশে?
কোথায় আমার সোনার ছেলেরা
কোথায় তাদের জ্ঞান গরিমা
ক্ষমতার লোভে সবই কি তারা
দিয়েছে জলাঞ্জলি —
হে নবিন নওজোয়ান
বিবেক তোমাদের জাগ্রত করো
বিজয় পতাকা হাতে তুলে নিয়ে
পরিবর্তন ডেকে আনো ।