শ্রাবণ বৃষ্টি
পান্না দেব নাথ
ঠোঁটে মৃদু হাসি
ভঙ্গিতে লজ্জা রাশি
হৃদয়ে বাজে বাঁশি
পথিমধ্যে হঠাৎ দেখা।
চিত্তে ছিলো আসা
পাখির কলতানে
তখন বুকে ছিল
গভীর ভালোবাসা।
আকাশে এক টুকরো
মেঘ কবি হলেন
উন্মাদ পথে পথে
হেটে রাত্রি গেল কেটে।
নিশিথিনী ভোর আলো
ফোটে আকাশে, বাজে
ঢাকঢোল মহা উল্লাসে
পেখম তুলে নাচে ময়ূরী।
শ্রাবণ বৃষ্টি আকাশে
নীল যমুনায় ভাসছে
ভেলা, গোপনে ফুটে
একটি তারা চলেছি একা।
চেয়ে থাকে চাঁদ
কে দিল ডাক
হাতখানি কার
মধুর ছিল আশা
গভীর ভালোবাসা।
দীপ্তিময় আলো
পান্না দেবনাথ
উজ্জ্বল দীপ্ত প্রভাত স্নিগ্ধ
সুন্দর উষ্ণ শব্দ হীন
প্রাণে জাগে নতুন রঙিন সুর
একটু ছোঁয়া একটু প্রত্যাশা।
অন্তরে ফুটে ফুলের সমাহার
হৃদয় গভীরে দীপ্তিময় আলো
গোলাপের মতোই স্নিগ্ধ, শীতল
মিষ্টি হাসি ছন্দমুখর করে তোলে।
সুখ স্বপ্নের জোয়ারে ভাসতে
থাকি নতুন করে জীবনকে
অনুভব করতে থাকি তুমি
বুঝবে না হৃদয় মাঝে মুগ্ধতা।
উষ্ণ আলিঙ্গনে সিক্ত হলাম
হৃদয়ের মাঝে মৃদু বাতাস
বইতে লাগলো গোলাপ ধরে
রাখতে পারলাম না তোমাকে দিলাম।
আমি মুগ্ধ তোমার মধুর স্পর্শে
শিহরিত হয়ে উঠলাম প্রেম
সবকিছু বুঝিয়ে দেয় তাই তোমার
চোখের দিকে তাকিয়ে থাকতে পারিনি।