১) রাতের গল্প
জ্যোৎস্না বিহীন আঁধার রাতে
জোনাকির স্নিগ্ধ আলো
বড় অস্থির লাগে, নিষ্প্রভ বিষাদময় ৷
রাতের এক্সপ্রেস ট্রেনটা বিকট শব্দে
রাতের নিরবতা ভেঙে
মিলিয়ে গেল আঁধারের বুকে ৷
মাঝেমধ্যে রাতের আঁধারে
অতীত স্মৃতিগুলো কালো প্রেতের মতো
চেপে ধরে কণ্ঠনালী…..
রাজ্যের তৃষ্ণা, যেন মরুভূমির রুক্ষতা ৷
ইচ্ছে করে চৈতন্যের সব কটা জানালা খুলে
বন্ধ চোখে নিশ্বাস নেই
প্রকৃতির বিশুদ্ধ বাতাসে ৷
জানালার গ্রীলের ফাঁক গলিয়ে সূর্যের
নরম আলোয় ঘুমটা ভাঙলো যখন..
মনের আয়নায় কার মুখোচ্ছবি…
স্বপ্নের ভেতরে আকাশের সিঁড়ি বেয়ে
সাদা মেঘের ভেলায় ভেসে বেড়ানো
মহুয়ার গন্ধে মাতাল চারপাশ ৷
শুধু কল্পনাতে ছুঁয়ে গেল মন…
বাস্তবতা বড়ই কঠিন!
নিশ্চয়ই আঁধারের বুকে আলো জ্বলবে ৷
খোলা আকাশের নীচে
প্রকৃতির রূপ রসে বুক ভরে গেলে
নীলের মায়াবী হাত ধরে
নেমে যাব মায়াবীনি সাগরের বুকে ৷
২) কবিতার সাথে যত কথা
কবিতার জন্য দিয়েছি তোমায় ছাড়পত্র
নেই কোন দাবী কিংবা অধিকার ৷
স্বচ্ছতা খুঁজি কবিতার মাঝে,
নীল বেদনার কষ্টগুলো-
দূর নীলিম আকাশে
মেঘের ভাঁজে ভাঁজে
লিখে রেখেছি কবিতার কথায় ৷
কবিতার সাথে রোজ কথা!
না বলা অনেক কথা…
মান-অভিমানের পালা চলে
দিবা-নিশি ৷
কবিতার সাথে খুনসুটি,
মাঝেমাঝে মন ভাঙা বাঁশরীর সুর লহরীর
মূর্ছনা ভেসে আসে
হৃদয় অবগাহনের আশ্বাসে ৷
কবিতার মাঝে হাসি কান্না, সুখ, দুঃখ!
বিরহী বিহঙ্গ মনে ভালোবাসায়
নিশ্বাস নেবার ব্যর্থ প্রয়াস ৷
সুপ্ত বাসনা হৃদয়ে ধারণ করে
এই অবেলায় আজো ফুলেল
বাসর সাজাই কবিতার মাঝে…