১৬৫ বার পড়া হয়েছে
কবি তুমি
আয়েশা সিদ্দিকা কনক
পথ ভোলা এক পথিক তুমি,
তুমি বাংলার কবি,
তোমার লেখা কবিতা পড়ে, মনের দুঃখ ভুলি
তোমার শব্দে বাস্তবতা, তোমার বাক্যে প্রেম
তোমার গল্পে আকাশ কাঁদে,
ভিজে দুই হৃদয়ের লেন
তোমার কবিতায় এক জন্মের হৃদয়ের আত্মনাদ
তোমার কলমে জীবন মরণ,
চিতার শুকনো কাঠ
লেখক: কানাডা প্রবাসী কবি
স্থান: টরন্টো, কানাডা
তারিখ: শনিবার ,
৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ /২০ অগাস্ট ২০২২ খ্রীস্টাব্দ
২ Comments
congratulations
অভিনন্দন কবিকে।ভাল লিখাটার জন্যে।