প্রেম-আদি থেকে অনন্তকাল
— খায়রুল আমিন
প্রেম সেতো স্বর্গ থেকে উৎসারিত
সেই আদম আর হাওয়ার সৃস্টি থেকে।
নিষিদ্ধ ফল ভক্ষণ করে
স্বর্গ থেকে নিক্ষিপ্ত দু’জন পৃথিবীর দু’প্রান্তে
দীর্ঘ বিরহের পর সেই মহা মিলন
প্রেম – সে এক মহা পবিত্র বন্ধন ।
সেই অনাদি অতীত থেকে
মানুষের মনে জেগে আছে প্রেম ।
প্রেম – সেতো নয় শুধু
মানব-মানবীর বাহু বন্ধন
কিংবা যুগলে মিলে ফুচকা খাওয়া
অথবা পার্কে ঘুরে মাতাল হওয়া
প্রেম – সেতো নয় শুধু
দু’জনে মিলে সৈকতে হারিয়ে যাওয়া ।
প্রেম – সেতো হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা
ভালোলাগা ভালোবাসার অনুপম অনুভূতি ।
প্রেম – সেতো মানবিকতার সোপান
হৃদয়ের দুয়ার খুলে
জীবনকে ভালোবাসা ।
প্রেম – জীবনকে করে ছন্দময়
হৃদয়ে জাগায় এক পবিত্র অনুভূতি
কেন না প্রেম –
মানুষের জন্য মানুষের প্রতি
মানবতার মেলবন্ধন ।
১ Comment
শ্বাশত প্রেমের অমূল্য বাণী ধারা,প্রতিটি বাক্য বসন্তে ঝড়া পাতার মুড়মুড়ি ছন্দ।সত্যি খুব অসাধারণ সৃষ্টির ব্যতিক্রমি প্রকাশ