৪৮ বার পড়া হয়েছে
সম্পর্ক
ইফফাত জাহান চৌধুরী
সম্পর্কগুলো দিন দিন
কেমন জানি হয়ে যাচ্ছে
প্রয়োজন আর স্বার্থপরতা
আবেগ অনুভূতি মায়া
কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
জোর করে আর কত আটকানো যায়
ভেতরে ভেতরে শুধুই নিজেদের চিন্তা
একবারও ভাবনায় আসে না অন্যের কথা।
মানুষ আছে কিন্তু
মনের মানুষ নেই
নাই বিশ্বাস সম্মান ভালোবাসা
কীভাবে ঠিকবে সম্পর্ক।