খুলনা প্রতিনিধি:
আজ ৬/১০/২৩ বিকেলে খুলনায় জব কোচিং সেন্টার মিলনায়তনে গাঙচিল খুলনা বিভাগীয় কমিটি সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরী স্মরণে আলোচনা অনুষ্ঠান ও সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করে।
কবি শেখ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাঙচিলের ফুলতলা শাখা সভাপতি কবি রহিমা খানম।
অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠ করেন এস এম আবদুর রহমান, সেবাব্রত সিংহ, কামরুল হাসান মৃধা, কাজী রুমিসা রুমু, তারিকুল ইসলাম সুমন, আজাদুল হক আজাদ, এম এম নজরুল ইসলাম, খান সাব্বির হাসান, রনজিৎ কুমার মণ্ডল, মফিদুল ইসলাম, অধ্যক্ষ খান আখতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত কবি আসাদ চৌধুরীর জীবনালেখ্য আলোচনা করেন গাঙচিল খুলনা মহানগর শাখা কমিটির সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন গাঙচিলের ফুলবাড়িগেট শাখার সভাপতি এস এম আবদুর রহমান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গাঙচিল খুলনা বিভাগের সহ সভাপতি নজরুল ইসলাম।