হৃদয়ের ব্যকুলতা
আজিজুন নাহার আঁখি
২১/১১/২০২১
নয়ন ভরে কতোদিন দেখি না তোমায়
বারে বারে মনটা হাতছানিতে ডাকে,
তুমি কি হৃদয়ের এই ব্যকুলতা বুঝ?
তোমার জন্য এই হৃদটান
প্রতি মুহূর্তে আমাকে উতলা করে
বলতো, হৃদয়ের এই ব্যকুলতা কি দিয়ে ঢাকি?
বুকের ভিতর কষ্টের স্তুপ
তোমাকে চোখে না দেখার কষ্ট,
তোমাকে ছুঁয়ে না থাকার কষ্ট,
তোমার সান্নিধ্য না পাওয়ার বেদনা,
তোমার বিরহের দহন জ্বালা
বলতো, সইবো কি করে?
জীবনের সব রঙ আজ বিবর্ণ
হৃদয়ের অলিগলিতে শুধুই
তোমাকে না পাওয়ার যন্ত্রণা বিদ্যমান,
মনের ভিতর অসীম শূন্যতা,
শূন্য হৃদয়ে কি করে ভালো থাকি?
বুকের ভিতর কষ্টের নদী বহমান
কষ্টের স্রোতেই ভেসে বেড়াই,
আর এই কষ্টের নদীতে
ভালোবাসার পানসী এসে ভিরে না,
বলতো, কিভাবে এই কষ্ট দূর হবে?
দিশেহারা মনটা শুধু কাঁদে
আমার প্রতি তোমার উদাসীনতা,
প্রতি মুহূর্তের সীমাহীন অবহেলা,
আমাকে এড়িয়ে চলা,
প্রতিনিয়ত উপেক্ষা করা,
নানা অযুহাতে আমাকে দূরে রাখা,
এসব কিছু এই পাগল মনটা বোঝে না।
তাই তো বিরক্ত হবে জেনেও
সময়ে অসময়ে তোমাকে ডাকি
এসবই কি আমার পাগলামি?
জীবনটা বিষাদে ভরে গেছে
হতাশায় ঢেকে গেছে আশার আলো,
নির্ঘুম রাতে নিরাশাই সঙ্গী।
তুমিতো বোঝো তোমার একটুখানি উদারতা,
আমার প্রতি আন্তরিকতা
আমায় ভালো রাখে
তাহলে কেন এই অবহেলা?
তোমার জন্য সীমাহীন ব্যকুলতা
তুমি কি বুঝেও না বোঝার ভান করবে?
আর কতকাল কাঁদব আমি?
হৃদয়ের করিডোরে শুধুই একা
এই একাকী মন শুধু তোমায় খুঁজে,
ইচ্ছে অনিচ্ছায় ফেলে আসা ক্ষণে
ফিরে যাই বারে বারে,
তোমার ভালোবাসা ভুলতে পারি না,
হৃদয়ে অবিরত বারি ঝরে,
বুকের ভিতর চাপা কষ্ট গুমরে গুমরে কাঁদে
আচ্ছা তুমি কি হৃদয়ের কান্না শুনতে পাও?
মানিকগঞ্জ।