আরশিতে যখনই চোখ পড়ে।
জলশ্রী বাণী ডিয়ায।
বলো না আরশি তুমি, বলো না আমায় নিয়ে
কখনো কি তুমি সাজিয়ে মিথ্যে বলেছো?
কখনো করতে সুখী রেখেছো তোমার তলায়
আলোর ধারা রাঙিয়ে চুপটি করে বসে খাকো?
কতো যে তোমার পানে তাকিয়ে থাকি উদাস হয়ে
তোমায় ঘেসে মুচকি হেসে উঠে বোবার মতো
নীরবে আসি ফিরে ফিরে দেখি নয়ন ভরে
আকাঙ্খিত হৃদয়ে কাজল মাখা আঁখি তুলে।
বলো তো আরশি তুমি আমি কি বলতে পারি
তোমায় ছুঁয়ে নতুন কিছু পাওয়ার আশায়,
দেবো কি তোমার কাছে আমারই মৌন হৃদয়
তবুও তো বলবে তুমি তোমারই নিজের ভাষায়।
যখনই আসি আবার বলো না মিথ্যে তুমি
থাকো যে তেমনই দাঁড়িয়ে নিঃশব্দে সম্মুখে
হারানোর ভয় থাকে না কেড়ে নিয়ে যাও না তুমি
যেমনটা আসি তেমনটা বলো সাজানোর কথা বলো।
আর ভাবি না তোমায় নিয়ে, তুমি যে অটল বিশ্বাসী
দেবে না ফাঁকি আমায় কোনোদিন জীবনে চলার পথে
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে থাকার আকুল প্রয়াসে
আরশিতে যখনই চোখ পড়ে বারবার ফিরে আসি
তোমার সত্যের মুখোমুখি দাঁড়াতে হয় যে অভ্যাসে ।
জীবনের প্রতিটি মূহুর্তে মনে করিয়ে দেয় যে কতো
স্মৃতির পাতায় অবশিষ্ট ভাবনাগুলো নিয়ে দোলে
সুরের ঝংকারে দারুণ সুরভি ছড়িয়ে মধুর নেশায়
ডুবিয়ে দেয় অগোচরে সেই তোমারই বুকের গভীরে
তোমার সাথে সাথে কথা বলে আমারই মৌন্যতায় ।
১১/২৭/২০২১ইং
সময়ঃ সন্ধ্যা ৭ঃ২১মি
ক্যালিফোর্নিয়া
১ Comment
congratulations