কবিতার প্রেম
ফরিদা বেগম
যখন আমার কষ্টে কষ্টে অতিবাহিত হয়েছে আমার জীবন,
তখন এই দুঃসময়ে কবিতা লিখাই প্রেরণা দিয়েছে সারাক্ষণ।
এক একটা বর্ণের ছোঁয়ায় দুঃখ কেটে সুখে হয়েছি পরিপূর্ণ,
যখন একটু আশার বাণী সবার থেকে ছিল শূন্য।
যখন ছন্দ মিলতো না কিন্তু তবু করতাম আঁকাবাঁকা,
মনে হয় এক একটি কষ্ট দূর করে দিতো ছন্দের রেখা।
এক একটি বর্ণকে বলতাম তুমি চাঁদ নও
তবে আমার কাছে তুমি চাঁদের আলো,
ছন্দকে বলতাম তুমি নদী নও, কিন্তু তুমি নদীর ঢেউ,
সবশেষে কবিতাকে বলি এখন তুমি অচেনা নও
কিন্তু সবচেয়ে চেনা সবচেয়ে প্রিয় ছন্দের ঢেউ।
এখন জীবনে যতই কষ্টের ঢেউ আসুক
তোমার ছন্দের তালে পাড়ি দেবো তোমার হাতটি ধরে,
ছন্দের মালায় পড়িয়ে দিয়ো, বর্ণের হাত দিয়ো না ছেড়ে।
কবিতাগো তোমার জন্যে ছন্দে ছন্দে তৈরী করবো ভালোবাসার ঘর,
সারা জীবন আগলে রাখবো যতোই আসুক আমার উপর ঝড়!
১ Comment
সুন্দর কবিতা সাবলি ভাষায়।