আলোর চোখে চোখ রাখি
শামীমা নাইস
১৫/১১/২০২১
আঁধারের কালো রঙ বড় অপ্রিয় আমার
আমি চাই সাদা আলো,
সাদা আলো আর স্বপ্নের আলিঙ্গন
আমার প্রার্থনার বিষয়
আমি আলোর পূজারী
আমি আজীবন আলোর সন্ধানে
ছুটে চলি দিগন্ত থেকে দিগন্তে।
আঁধারের জলসিঁড়ি বেয়ে
প্রতিদিন সূর্যের চোখে চোখ রাখি
ভোরের আলো জমিয়ে রাখি মনের ভেতর
তারপর যুগের পর যুগ আমি সূর্যকে বলি,
হে সূর্য, আমাকে আলো দাও, আরো আলো।
সাম্য মৈত্রী মানবতার চেতনায়
আলো জ্বেলে, শান্তির পায়রা উড়িয়ে
আমি সমতার মিছিলে আওয়াজ তুলি–
পুঁজিবাদ নিপাত যাক, ধ্বংস হোক যুদ্ধবাজ।
আমি আলোর পতাকা হাতে
ক্ষুধা দারিদ্র্য অজ্ঞতা অশান্তি অন্ধকারের বিরুদ্ধে
শান্তি ও সুখের কথা বলি
বিজয়ের কথা বলি।
আমি আলো আর স্বপ্নের পূজারী
উড়ন্ত গাঙচিলের দূরন্ত ডানায়
আমি স্বপ্ন আঁকি,
আলোর চোখে চোখ রাখি।
৪ Comments
ভালো লাগলো
ধন্যবাদ অশেষ… প্রাণিত হলাম কমেন্টে।
congratulations.
Thank you sooo much