এসেছে রমজান
রোকসানা রহমান
এসেছে রমজান, খুলেছে রহমতের দ্বার।
মেতেছে মানুষ নামাজ রোজায়।
খালি হাতে প্রভু ফেরাবে না কাউকে,
করেছে অঙ্গিকার।
রোজা এসেছে সবার দ্বারে,
গরিব-ধনী একাকার করতে।
একই নিয়মে খেতে হবে খানা,
সেহেরী, ইফতার যত হোক খাবারের আইটেম,
খেতে পারবে না আযান বিহীন।
একটু ভাবো মমিন মুসলমান,
ত্যাগ করো সকল অহংকার।
যত টাকা ঘুষ দাওনা কেন,
মাগরিবের আযানের আগে খেলে রোজা হবে না তোমার।
ভেবে দেখো একবার
গরীবের যে নিয়ম তোমার ও তাই।
তবে কেন আমরা করি অবিচার?
আল্লাহর কাছে সকল মানব সমান।
ভেবে দেখো কতটা সঠিক,
এই রমজানের বিধান।
চলো সবে ঈমান আনি, রোজা রাখি, করি দান দুহাতে।
বেহেস্ত চাই যে আমরা, দুহাত তুলে বলি,
“ওহে দয়াময় “কবুল করো আমার রোজা দান খয়রাত।
তোমার দয়ায় পেতে চাই জান্নাত।
এসেছে রহমতের ৩০ দিনের মাস,
১০ দিন করে ভাগ করে দিয়েছে রহমান।
রহমত, নাজাত, মাগফিরাত।
লায়লাতুল কদর করলেন আমাদের দান।
সকল পাপী তুলিলে হাত, পাবে নাজাত।
করেছেন প্রভু অঙ্গিকার।
রমজানের বড় অবদান, জীবন্ত কোরআন আমাদের
দিয়েছেন উপহার।
যাহা জানতে চাইবে তাহাই পাইবে, এই কোরআনেতে।
পৃথিবী বা আখেরাত,
সকলই রহিয়াছে কোরআনের মাঝে।
যত সমস্যা তাহার অধিক সমাধান, আছে এই কোরআনে।
ওহে মুমিন করো তওবা, আদায় করো নামাজ।
জবানেতে পড়ো কোরআন, রমজানেতে রাখো রোজা।
ইহকাল, পরকালে পাবে মুক্তি বলেছেন আমাদের প্রিয় নবী।
সকল শান্তির বাণী দিয়ে
পাঠালেন যাকে, সেই রাসুল একজন
সকলের শ্রেষ্ঠ নবী আমাদের, মুহাম্মাদ রাসুলুল্লাহ্ (সাঃ)।