এলোমেলো সব।
সুরমা খন্দকার।
তুমি চলে যাবার পর বেমালুম ভুলে গেছি কবিতা লেখা।
শব্দরা স্বর্ণলতার মতন আর জড়িয়ে ধরে আমায় কথা বলে না।
ঘুমের ভেতর জেগে উঠি
যেন গোলকধাঁধায় আটকে পড়েছে স্বপ্নরা।
দ্বীর্ঘশ্বাসের ঢেউরা প্রতীক্ষার পাতার আড়ালে লুকিয়ে রয়েছে।
দখিন হাওয়ার নিষেধে যে গোলাপ দোলায় মাথা-
তুমিও অপেক্ষায় ছিলে নিষেধ নির্দেশের।
তোমার জন্য বেদনার অধিক প্রশ্ন নেই।
স্মৃতির চিতায় ক্ষুধিত জীবন পোড়ানোতে সুখও আছে বটে।
ভুলতে চাই না বলে স্মৃতির কপাটে তালা দেইনা।
চোখের তারায় ছবি ফুটে
তোমার ছবি ভেসে ওঠে হৃদয়ের কড়িকাঠে।
চোখ শুকিয়ে কাঠ হয়েছে তোমার দেখা নেই।
নিস্তরঙ্গ হাজার স্মৃতি ঘুরছে অয়োময়।
মেঘের মাচান হাওয়ায় ভাসে আমার আকাশেতে।
যেন এক পালি চাঁদ উবে গেল আমার আকাশ থেকে।