এপার বাংলা ওপার বাংলা কবিদল ঢাকা বিভাগীয় শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।
২২ মে ২০২৪ বিকাল ৪টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম নাজিম উদ্দিন আল আজাদ (সাবেক মন্ত্রী, ধর্ম ও পানি সম্পদ মন্তণালয়), প্রধান আলোচক ছিলেন আসলাম সানী (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কবি), উদ্বোধক ছিলেন নজরুল বাঙালি (সভাপতি, এপার বাংলা ওপার বাংলা কবিদল),
বিশেষ অতিথি ছিলেন: মোঃ কপিল উদ্দিন (সাবেক অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, ভূমি মন্ত্রণালয়), মসয়ূদ মান্নান (সাবেক রাষ্ট্রদূত ও সভাপতি, নজরুল একাডেমি, ঢাকা), কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী (চেয়ারম্যান, বাংলাদেশ পোয়েট্স ক্লাব), ড. শহীদুল্লাহ আনসারী (লেখক, গবেষক ও শিক্ষাবিদ; সভাপতি, আন্তর্জাতিক লেখক ফোরাম), এ.টি.এম. মমতাজুল করিম (পিস্ এম্বাসেডর, কার্যকরি সভাপতি সার্ক কালচারাল সোসাইটি, কবি আনোয়ার হোসেন (সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ)
কবি সাজেদা ডুলু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক কবি-লেখকের উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠান উপভোগ্য ছিল।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের বাড়তি আনন্দ দিয়েছিলো।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় : নিপা