৩৬৯ বার পড়া হয়েছে
এক মোহনা
আরজু আরা
দেখা হলো এক মোহনায়
তোমার আমার সনে।
ভালোবাসার ডিঙ্গি সাজিয়ে
ভাসিয়ে দিলে জোয়ার জলে।
পশ্চিমা আকাশে কাজল রঙে
ছেয়ে গেছে ঢাকলো মেঘে,
ঝড় তুফানে এপার ওপার জলোচ্ছ্বাসে
ভালোবাসা বুঝি, গেলো হারিয়ে।
চোখ ধাঁধানো বিজলি চমক
হয়ে গেলে, চোখের আড়াল।
ডিঙি ভরলো জলে
ডুবলো মাঝ দরিয়াতে।
চেয়ে থাকি অসার হয়ে
এপার ওপার দুই পারই
মিলবে তো একই মোহনায়ে।
নোনা জলে সিক্ত নয়নে
আমি আজও এক মোহনাতে।।