একুশে বইমেলা
মো: গোলাম রসুল
বই প্রকাশের প্রত্যয়ে চলছে খবরদারি
প্রতিবিম্ব প্রকাশ ব্যস্ত এখন
সামনে আছে অমর একুশে ফেব্রুয়ারি
মহাযজ্ঞে মাতৃভাষার লিখন।
প্রচ্ছদ শিল্পী ব্যস্ত এখন তুলির আঁচড়ে
দিবস যামী চলছে অংকন
হাজার বইয়ে কভার পৃষ্ঠায় রংতুলি নড়ে
ফুটিয়ে তুলতে ভাবের বিবরণ।
প্রুফ রিডার ব্যস্ত আজি শুদ্ধ বানানে
হাজার বইয়ের বিশুদ্ধতায় তাঁর
কাটছে সময় জীবন নদীর সন্ধিক্ষণে
উৎসুক সব কবি প্রবন্ধকার।
আজি হাজার কবি সাহিত্যিকের ভিড়ে
চলছে আসা-যাওয়া উত্তরায়
নিজ নিজ বইয়ের সেরা পান্ডুলিপি ধরে
আসছে ধেয়ে একুশ চেতনায়।
একুশ আমার গলারমালা একুশ ঠিকানা
একুশ মানে রক্ত ঝরা
বর্ণমালার সুখের গর্বিত নিশানা
মুখের বুলি সযতনে গড়া।
একুশ মানে বইমেলা সুখের জোয়ার
সব মানুষের প্রাণের টান
নিত্য নতুন বই কিনে দিব উপহার
অন্যদের কেনার করব আহবান।