একটুকু স্পর্শ চাই
তসলিমা হাসান
তুমি ভালোবেসে উন্মাদ হয়ে
যদি আমার হাতটা শক্ত করে ধরে ফেল,
একবার চুম্বকের মতো আকর্ষণ কর;
তাহলে আমার শিরা উপশিরায় মৃদু শিহরণ জেগে উঠবে।
বেজে উঠবে পিয়ানোর মধুর সুর।
আমি আনমনে তোমার বাহুডোরে হয়ে যাবো বন্দী।
গড়ে তুলবো ভালোবাসার সন্ধি।
তোমার নিঃশ্বাসে – বিশ্বাসে মিশে গিয়ে
তোমার হৃদপিণ্ডের কোণে জায়গা করে নিবো আমি।
রক্তের প্রতিটি কোণায় কোণায় প্রবাহিত হয়ে তোমার শরীরের সাথে মিশে হয়ে যাবো একাকার।
তখন আমার স্পর্শে কাতর হয়ে তুমি এনে দিবে আমায় শত নীলপদ্ম।
সেই সুবাদে আমি নীল নকশীকাঁথা হয়ে ভালোবাসার উষ্ণতা ছড়ায় জড়িয়ে রাখতে চাই তোমাকে।
চাই ভালোবাসার নিবিড় স্পর্শ।
তোমার ছোঁয়ায় আমি বসন্তের নানা রঙের ফুলের মতো,
তোমার ক্লান্ত দুপুর, বিকেল, সন্ধ্যা বিভিন্ন রঙে রাঙিয়ে দিতে চাই।।
_______________
তসলিমা হাসান।
কানাডা, ১৫-০৫-২০২৩