একটা ছবি তুমি আর একটা ছবি একা
প্রাকৃতজ শামিমরুমি টিটন
————————————-
যেই ছবিতে জগৎ আঁকা তোমার মুখের হাসি
সেই ছবিটা দেখি
যেই ছবিটা বোধের ভাষা প্রেমের বর্ণ-লিপি
ঐ ছবিটা আঁকি
যেই ছবিতে আগুন লিখে প্রেমের প্রমিথিউস
কাতর যন্ত্রণায়—
পাথর আঁকে ছেঁড়া ফসিল ধূসর পাণ্ডুলিপি’র
সেই ছবিটা খুঁজি
তোমার ছবি বুকের ভিতর রাজ কুমারীর মতো
রূপের হাটে একা
ভাবছি প্রেমে এই তোমাতে প্রথম প্রেমের ছোঁয়া
পাব-কী তার দেখা
আঁকছি একা উহু আহায় কাহার ছবি উহার
তারার চিত্রলেখে
নিসা’র প্রেমে আঁকতে থাকি ঊষার স্বর্গাকাশে
প্রেমের হাহাকারে
পাইনি শেষে ভবের হাটে খুন হয়েছে হেলায়
দৈবের উপহাসে
এই ছবিটা নিঃস্ব দোহাই বুকের ভিতর কাঁদে
প্রেমের ইতিহাসে
পোড়া মাটির গোর হয়েছে কহর ক্লিষ্ট প্যারা
আগুন জলে লেখা
গ্রিক ট্র্যাজেডি ইডিপাসের চোখ দুটি তার ফুটা
রক্ত চোখে আঁকা
সন্দেহ আর দ্বিধা-যুদ্ধে বিশ্বাসের ঘর ফাঁকা
সত্য পড়ে ঢাকা
তৃষ্ণা-মোহ লুট করেছে সত্য দাঁড়ায় এসে
নিঃস্ব জীবন কাঁদে
প্রেমের ক্রুশে স্বর্গ পুড়ে ক্লেশের পেরেক গাঁথা
‘আমি’ ইগুর ক্রোধে
কাটা-কাটির অসম কথা প্রেমের খুনের শেষে
মৃত্যুরে নেয় চেয়ে
জীবন যুদ্ধে কষ্ট আঁকা ভ্রূণের জীবন কোষে
প্রেমের ভ্রূণ আঁকা
এ জগতের হয়নি প্রকাশ প্রেমের জীবন-হারা
ভুবন প্রেমিক ছাড়া
ভালো মন্দ সবাই বোঝে ভুবন স্বর্গ জ্ঞান
অমৃত রসে প্রেম
তৃষার ঘরে পান করে কে মৃত্যু মোহের ফেন
মৃগতৃষ্ণা হেরেম
জলসা ঘরে সেদিন দেখি যৌবন ভাটার কালে
শূন্য দুহাত ফাঁকা
এখন দেখি সবাই একা প্রেমের পাঠের শেষে
ফতুর প্রেমে বোবা
দেখে না কেউ মনের কষ্ট খোদার ঘরের মতো
অন্তর-ঘরে লেখা
হয়নি দেখা দয়ায়-প্রেমে—ওরে বিশ্বভরা প্রাণে
প্রেমের ছবি আঁকা
সাগর জলে চাঁদের আলো তারার বাসর বসে
কাব্য ছায়ালোকে
অনন্ত সে খেলছে শিশু মায়ের হাসি মুখে
কবিরা সব লেখে
যেই ছবিটা জগত মাঝে তোমার-আমার হাসে
তারার পুঞ্জলোকে
চেয়েই থাকি আলো-নিশির প্রেমের আঁচল ধরে
নিশিভোরের বুকে
নিশির চোখে আলোর কণা ছুটছে অসীমলোকে
ধবল ছায়াপথে
হয়নি দেখা জ্যোতির প্রেমে এই পৃথিবীর বুকে
প্রেমের সত্যালোকে
এই ছবিটা মন-অন্তরে সবার মাঝেই থাকে
এ—ছবিটাই প্রেম
একটু খানি বোধের দূরে গহীন অন্তর জলে
প্রেমের ছবি ভাসে
চেয়েই দেখো দু’জোড়া চোখ একটা প্রেমের আঁকা
প্রেমের ছবি একা
একটা ছবির আধেক তুমি আমার দেহেই আঁকা
প্রেমের সত্য খোঁজা
ছল-চাতুরি ভেক ছাড়া সব চোখেতে একভাষা
সত্য প্রেমের প্রমা
বিশ্বজগত খুলেই দেখো—একটা ছবি তোমার
আর ছবিটা একা
তুমি আমার আমি তোমার সবার মুখের হাসি
জগত মাঝে লেখা
তোমার ছবি আঁকছি প্রেমে সত্য প্রেমের ছায়া
তুমিই প্রেমের নুহা
জোছনা জলে বাসর বসে প্রেমের সায়র ঋতে
চন্দ্রকলার কোলে
আমি ও তুমি এক আঁধারে এক পৃথিবীর বুকে
স্বর্গনাভি মূলে
একটা ছবি প্রেমেই আঁকি তোমার আমার প্রেমে
জলের ভ্রূণে লেখা
পবিত্র এক অনুভূতির যায় না প্রেমের আঁকা
একটা ছবি একা
——————
প্রাকৃতজ শামিমরুমি টিটন
কবি ও জ্ঞান তাপস