বহুমুখী প্রতিভাবান মাসুদ রানা উপস্থাপনায়ও আছে তার মুন্সিআনা
উপস্থাপনার শৈল্পিকতায় যিনি জয় করেছেন অগনিত মানুষের মন। যার কন্ঠের মাধুর্য ও নান্দনিক উপস্থাপন শৈলী মানুষের হৃদয়ে কড়া নাড়ে। বলছিলাম এ প্রজন্মের বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপক মাসুদ রানা’র কথা।
উপস্থাপনার শুরুটা ২০১৫ সালের শুরুর থেকেই। এর পর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশের বিভিন্ন অনুষ্ঠানের বড় বড় মঞ্চের দক্ষ উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার লেখনিতে পাঠকরা খুঁজে পায় বাস্তব জীবনের প্রতিচ্ছবি। লেখালেখির শুরুটা হয়েছিল সেই ছোটবেলায়।
তার কবিতার বই হৃদয়ের ফ্রেমে জীবন তুমুল পাঠক প্রিয়তা অর্জন করে। দেশপ্রেম ও জীবনের স্পর্শকাতর নানা বিষয় নিয়ে রচিত এ বইটি পাঠকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা অর্জন করেছে। এতে কিছু কালজয়ী কবিতা রয়েছে যা সত্যিই প্রশংসার দাবীদার। তার প্রান জুড়ানো কন্ঠের আবৃত্তি ও উপস্থাপনা মুগ্ধতা ছড়ায় দর্শক-শ্রোতার মনে। তিনি একাধারে একজন উপস্থাপক, লেখক ও আবৃত্তিশিল্পী। দেশ ও মানুষের জন্য নতুন কিছু করার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি।