উদাস করা মন
জেবুন্নেছা জেবু
ভাসমান মেঘের মতো মনটা তোমার
নীলের বুকে ছুটোছুটি ব্যস্ততার,
রংগুলো যেন স্বপ্ন আশা ভালোবাসার
কখনো মৃদ বা তীব্র রোদ কখনো অন্ধকার।
তোমার আচরন ঠিক আকাশের মতো
ক্ষণে ক্ষণে পরিবর্তনে বাহানা খুঁজো,
ভালোলাগা বদলায় ভালোবাসা নয়
জীবনকে সাজিও না অভিনয় আর খেলায়।
সবাই বলে এই জীবনে শান্তি নেই
ভালো থাকতে আমরা অন্যের কাছে সময় চাই,
সব বিষাক্ত মনে হয় প্রিয়জনের অবহেলায়
তাইতো মানুষ কাঁদে বিরহ কষ্ট ব্যথায়।
বলতে চেয়ে ও বলা হয় না কথা অভিমানে
নিঃশব্দ রাতের মূহুর্তরা জানে,
তুমি থাকো পরিবর্তনে পতঙ্গ মনে
বদলাতে পারি না আমি তোমায় আপন জেনে।
ভালো নয় কোনো অভিনয় ভালোবাসায়
মোহের প্রেমের ভিড়ে কেউ কারো নয়,
শত শত প্রেম আহবানে ভালোবাসারা অসহায়
এত মায়াময় করুণ আকুতি দিও না আমায়।।