৬২ বার পড়া হয়েছে
উঠিতেছে বাংলার সূর্য আবার
– কাজী আবদুল্লাহ-আল-মামুন
(ফারাক্কা-মামুন)
নিখিল বাংলার এক হস্ত
করেছি মুক্ত একাত্তরে —
পিন্ডির শৃঙ্খাবদ্ধ হতে !
হস্ত অন্য
করবো মুক্ত —
শৃঙ্খল হতে দিল্লীর এবার!
বাংলা হোক আবার
সকল বাংগালীর!
নয় ওরা হিন্দু, নয় মুসলিম,
নয় খৃষ্টান, নয় বৌদ্ধ—
বাংলার অধিবাসী
সবাই এরা বাংগালী!
১৭৫৭-এর পলাশীর প্রান্তরে
গাঢ় রক্তিম নয়নে —
বাংলা মায়ের অশ্রু বর্ষনে
অস্ত যাওয়া বাংলার —
উঠিতেছে বুঝি মুক্তির
রক্তিম ঐ সূর্য আবার!
____________
প্যারিস, ০৪।১২।২০২৪