৭৪ বার পড়া হয়েছে
আল্লাহ আমার পরম প্রভু
আসাদ বিন হাফিজ
আল্লাহ আমার পরম প্রভু
রাসূল আমার নেতা
তাঁর দেখানো পথে চললে
যায়রে রণে জেতা।
ভয় করো না দৈত্য দানো
যদি তুমি আল্লাহ মানো
বলে গেছেন নেতা আমার,
মানা করে কে তা?
জালিম যদি জুলুম করে
থেকো না আর বসে ঘরে
জুলুমের হাত ভেঙ্গে দাও,
করো ফ্যাতা ফ্যাতা।
আল্লাহ আমার মহান প্রভু
রাসূল আমার নেতা
তার মতো হও বীর বাহাদুর,
হও না দৃঢ়চেতা।
আল্লাহ হবেন সহায় তোমার
কিসের তবে ডর
নিকেশ করো যেথায় পাবে
শয়তানের সব চর।
আল্লাহ আমার পরম প্রভু
যান না ছেড়ে তিনি কভু
বান্দার সাথে থাকেন প্রভু
সদা নিরন্তর।