জীবনের আরেক নাম পথ
আরজু আরা
২৭ আগষ্ট শুক্রবার
আমি আছি
মন খারাপের শুকনো শিউলী নিয়ে ।
ঝুলবারান্দায় ঝুলে থাকা মাধুবী লতার
থোকা থোকা একরাশ গন্ধ নিয়ে ।
দূর প্রান্তে চেয়ে দেখা, অক্লান্ত পথিকের পথ চলা
কোন্ দিগন্তে যাবে সে পথিক, যদিও আকাশের শেষ প্রান্ত,
চোখ যতদূর যায় সেটাই বোধ হয় শেষ প্রান্ত।
কিন্তু অবাঞ্চিত পথিকের এই পথ চলা হয়ত এমনি ।
তবুও কেন এই নিরুদ্দেশ পথ চলা, পথিকের?
মানুষের তনু এ যতক্ষণ থাকে শ্বাস নেবার হিম্মত।
ঠিক যেন, চক্রকারের মত চক্র দিতে থাকে এই বিশ্বব্রহ্মাণ্ডে ।
কত দৈন্য, আর না পাওয়ার কত আশা ভঙ্গুর করে দেয়
ছোট্ট এই জীবন নামের বিশেষ্য !
না পাওয়ার হয়ত, কিছু খুঁজে বের করতে গিয়ে,
পথ চলাটাকে সাঙ্গ করে, নিরুদ্দেশ পথ নিয়েছে বেছে,
পথ চলা ঐ পথিক!
১ Comment
very nice response; Congratulations.