৩১০ বার পড়া হয়েছে
চতুষ্পদী চতুষ্টয়
— মাইন উদ্দিন আহমেদ
১
এতো কঠিন বাস্তবতার মধ্যেও
স্বপ্নের ভেতর রোমান্সও আসে,
মানুষতো আসলেই ভালবাসাকে
ভালবাসতে খুবই ভালবাসে!
২
বিধি, আমাকে তুমি বানালে এক নির্বোধ গাধা
নাকের ডগায় ঝুলিয়ে দিলে প্রেম নামক মুলো,
এখন পৃথিবীতে আমার চলা হয়েছে মুশকিল
মুখে ঢুকে যায় দেখো আমারি পায়ের ধুলো!
৩
মেয়েরা থাকে সাধারন মানুষেরই মতো
রঙ্গীন হয় ওরা ভালবাসারই রঙে,
প্রেমের স্পর্শে ওরা পেয়ে যায় গতি
অপূর্ব হয়ে ওঠে রূপ রস আর ঢঙে!
৪
চাইলে তিন রকম ডাইলে খিচুড়ী
এবং পেয়াজ আন্ডা,
মজা করে খাবো যখন বসে বসে
পেট হবেতো ঠাণ্ডা!