৭১ বার পড়া হয়েছে
আমি বাঁচতে চাই
অসিম সেখ
জেলা: মালদাহ, ভারত।
একটু বাঁচতে দাও
সবুজের মাঝে থাকতে দাও;
পরিত্রাণ দাও মানুষ থেকে
কাননে জীবন কাটাতে দাও।
হৃদয়ে দাও গেঁথে ফুলের মালা
নয়ন শীতল করতে দাও,
স্পর্শ করুক পাখির গান
হৃদয় মোর নাচতে দাও।
আড়াল করে দাও
বৃক্ষে হানা দেওয়া মানুষ থেকে,
হৃদয় একটুখানি
ফুলের ঘ্রাণ চায়।
মানুষ গুলো হাজার মরুক!
আমি মনুষ্যত্বের মরণে করি ভয়,
বৃক্ষ গুলো বেঁচে থাকবে
যদি মনুষ্যত্ব বেঁচে রয়।
আমি শূন্যতা কাটিয়ে
জগৎ গড়ি তাই,
মানুষ নয় বৃক্ষের বক্ষে
বাসা বাঁধতে চায়।
আমি বাঁচতে চায়
ভিন্ন একটি জগৎ গড়ে,
কৃত্রিমে ভরা জগৎ থেকে
রক্ষা চায়’ আমি বাঁচতে চায়।