আমি নগন্য নাগরিক
[সুরমা খন্দকার।]
অগোছালো আর ধুলো জমা হৃদয়টাতে ভাঁজ খুলে দেখি,
হাজারো পুরোনো কষ্টরা জৌলুসহীন।
তোমার কাপুরষ সত্তাটাকে আমি ঢেকেছিলাম,
রেখেছিলাম যত্নে হিমঘরে।
তুমি জিতেছিলে,
জিতিয়ে রেখেছিলাম তাই তুমি অপরিপক্ক,
নেই কোন মিশ্র অনুভূতি।
অষ্টাদশী চোখ জোড়ায় তুমি কখনো দেখোনি কি চায়!
রক্তজবার মতো দু-চোখে মেলে দেখেছি
কৃষ্ণপক্ষ, শীত, বরষা।
তাই বুকে অনুভূতি চমকে ওঠে।
বরফ টুকরোর মতো ক্ষয়ে যায় আবেগ।
রুটিন বদ্ধ জীবন চাই না,
আধো জাগরণে আজ শিশিররা আশ্রয় নিয়েছে
বুনোলতার বুকে।
কেবল কোনো স্বপ্ন দেখতে নয়,
অথর্ব অক্ষিময় স্বপ্নের মতো ছাইপাঁশ বাদ দিয়েছে।
আমি অতি সাধারণ লোক,
এখানে আমি নগন্য নাগরিক।
১ Comment
congratulations