আমার সখির মন ভালো নেই
—আবদুল আজিজ
মনের কথা কেউই বোঝে না,
চোখে চোখে খেলে ভাষা—না বলা ব্যথা।
হাতের উপর হাত রেখে সে,
চুপটি বসে থাকে আশা।
বড়ো এক বাগান মাঝে,
হাজার লোকের ভিড়ে
হঠাৎ যেন ফুটে ওঠে
একটি লাজুক গোলাপ হীরে।
লম্বা রাস্তায় ভিড়ের মাঝে,
চলছে সবাই হেসে হেসে,
বাগানপাশে হাওয়ার ছোঁয়ায়
পত্র ডাকে মৃদু ভেসে।
হিমালয়ের চূড়ায় যেন
বাতাস আনে এক ধাক্কা,
বরফ গলে, জলের ধারা—
নামায় নিচে শুভ্র মেঘরেখা।
তবুও কি বোঝে কেউ
পরমাত্মার সেই মন?
কে জানে সে কাকে চায়,
কাকে দেয় সে আপন?
ভালোবেসেছি, আজো বাসি,
তুমি আমার চুপ প্রেম,
না বলা কথার গন্ধভরা
তবু রয়েছো মনের হেম।
তোমায় পাবার সাধ যে আমার
জাগে হৃদয়ে বারে বারে,
হই যদি এক শরৎ বক,
পড়ে যাই হেসে—আকাশ-ধারে।
তবুও মন তো পাখি আমার
ওড়ে দূর কোন স্বপ্ন পানে,
বরফ গলে মনের কোণে
ভেসে আসে নাম না জানা গানে।
হয়তো আমি হবো একদিন
পরমাত্মার স্নেহ ধন,
পাহাড়চূড়ায় বসে সখা
করবো খেলা, করবো বণ।
হাতে রাখি হাতে তার,
দেই একখানি লাল গোলাপ,
বরফ গলে, হাওয়ায় দোলে
ভেসে যায় ভালোবাসার ছাপ।
নিঘুম রাত কাটে কত,
সখির চোখে নেই যে ঘুম,
তাই তো আজ মনটা খারাপ—
ভালো নেই সে, নেই সুখ-ধুম।