আপন পর
অনিতা দাস
মিথ্যে দিয়ে বেঁধে ছিলি কি করে তুই
ভালোবাসার নীল পদ্মটাকে?
এত মায়ায় জড়িয়ে নিল যে তোকে
তবু আপন করলি না কেন তাকে?
গহীন সমুদ্র তলিয়ে যাচ্ছে সে
তোর কঠিন মিথ্যার জালে,
একদিন হাতে হাত রেখে তুই
বলেছিলি নীলা নাকি সবার সহ্য হয় না
তাই তোরও কি নীলা সহ্য হয়নি?
মিথ্যে মোহ মিথ্যে মায়া ভুল সবই ভুল।
বহুদূর হাঁটার কথা ছিল তোকে নিয়ে
পূণ্য তীর্থে স্নান করার কথা ছিল
যুগল জীবন যাপন করার কথা ছিল
এক ফুৎকারে উড়িয়ে দিলি?
এত কথার এত ব্যথার এত সুর
হৃদয়ে মর্মে মর্মে বাজে,
অচেনা অতিথি চেনা হয়
আপনার চেয়ে আপন মনে হয়
কুসুম কুসুম আদরে আগলে
আত্মার ভেতর আত্মা ষ্শর্শ পায়।
শিকল কাটা পাখি তবু উড়ে যায়
কে কাকে এত কাঁদায়,
নিয়তির অমোঘ নিয়ম
তোকে দূর হতে দূরে নিয়ে যায়
একদিন তোর পঙ্কিলতা তোকে
যেন গিলে খায়
কান্না গিলে গিলে এখন
নীল পদ্মটার সব থেমে যায়।
সিন্ধুকে ভালোবাসা বন্দী করে
তাকে গহীন সমুদ্র ফেলে দেয়
কার সাধ্য সেটা খুঁজে পায়!
উত্তপ্ত নিঃশ্বাস বুক থেকে বেরিয়ে
হাওয়ায় মিলিয়ে যায়…।