আনন্দের ধারা
রাবেয়া আহমেদ চামেলী
আনন্দ সুখ নিয়েই আমাদের জীবন ।
চলছে যেখানে যেমন আমাদের উৎসবের ধারা ।
আজ সবাই খুশি মোরা।
তাইতো সবাই মনের মাধুরী দিয়ে করছে ঘোরাফেরা।
পথে-ঘাটে সবাই যেন
এক আনন্দের মিলন মেলা ঘটাচ্ছে,
যদিও আনন্দের মাঝে অনেকের
মনের মলিনতা প্রকাশ পায়।
আমরা চাইবো সবার মাঝেই যেন
চারিদিকে ছড়িয়ে পড়ে ঈদের খুশির আনন্দধারা।
আমরা সবাই দিচ্ছি্ আনন্দে সাড়া।
আজ খুশির বন্যায় সবাই আমরা দিশেহারা।
জীবনের দুঃখ কষ্ট আনন্দের মাঝেই জীবন পরিচালিত হয় ।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পথ চলা।
তাইতো ঈদের আনন্দে থামছে না মনের মিলন মেলা।
করোনা কেউ হেলাফেলা,
তাইতো সবাই পার করছে ঘুরে ঘুরে পথ চলা।
এই পথের আনন্দধারা সবার মাঝে দেখে মনে হচ্ছে ,
পৃথিবীটা এক রঙিন প্রজাপতির মত করছে খেলা।