কথাসাহিত্যিক মো. রেজাউল করিম-এর ঊনষাটতম জন্মদিন আজ, নিরন্তর শুভেচ্ছা।
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৯৬৪ ইং।
কুষ্টিয়া শহরে জন্মগ্রহণকারী এই লেখক ১৯৮৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে প্রথম শ্রেণি নিয়ে স্নাতকোত্তর পর্ব শেষ করেন।
পেশাগত জীবন:
১৯৮৯-এ বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালের শেষার্ধে পঞ্চাশ বছর বয়সে নিয়মিত চাকুরি থেকে অবসর নেন। বর্তমানে তিনি উন্নয়ন-বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন।
লেখালেখি:
প্রাক-যৌবনেই লেখালেখিতে তাঁর হাতেখড়ি। কর্মজীবনে তিনি উন্নয়ন-বিষয়ক লেখালেখিই করেছেন। উন্নয়ন-বিষয়ক তাঁর বেশ কিছু লেখা জাতীয় দৈনিক ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এ সময়ে তাঁর লেখা বেশ কয়েকটি উন্নয়ন বিষয়ক অ্যাকাডেমিক বইও প্রকাশিত হয়েছে।
২০১৩ থেকে ’২৩ এ সময়কালে তাঁর ১৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর লেখালেখির ক্ষেত্র বহুমাত্রিক। তাঁর লেখা ৪টি উপন্যাস, ৪টি শিশু-কিশোর গল্পগ্রন্থ, ও ২টি ভ্রমণগদ্যের বই প্রকাশিত হয়েছে। তিনি ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রায়শই লেখেন। তাঁর লেখা ‘ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের নগরী ঢাকা’ এবং ‘কুষ্টিয়ার প্রত্ননিদর্শন’ বই দুটি বাংলাদেশ ছাড়া কলকাতা ও নিউইয়র্কে বেশ সমাদৃত। পশ্চিমবঙ্গের বিভিন্ন সাময়িকীতে তাঁর লেখা বেশ কিছু ছোটগল্প ও সাহিত্য-বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
একাত্তরের সাবিহা ও অনাবাসী তাঁর পাঠকনন্দিত দুটি উপন্যাস। অনাবাসী উপন্যাসটি ইংরেজিতে অনুবাদিত হবে বলে আশা করা যাচ্ছে।
আগামী বইমেলায় আসবে আরও কিছু গ্রন্থ। লেখকের দীর্ঘজীবন কামনায়।