বিশেষ প্রতিবেদক:
খুলনা সাহিত্য পরিষদের সাহিত্য আসরে খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্বখ্যাত বৈজ্ঞানিক, সমাজ সেবক, আচার্য প্রফুল্লচন্দ্র রায়-এর ১৬২ তম জন্মবার্ষিকী পালিত:
আজ ৩/৮/২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা শান্তিধাম মোড়ে খুলনা সাহিত্য পরিষদ এর সাপ্তাহিক সাহিত্য আসর আলহাজ্ব এড, আবদুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও কবি সৈয়দ আলী হাকিম এর সন্চালনায় আসরে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন গাঙচিল সমন্বয়ক ও গাঙচিল টিভির প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন। আসরের শুরুতে বিশিষ্ট শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, সমাজসেবক আচার্য প্রফুল্লচন্দ্র রায়-এর জীবন ও কর্মের উপর জ্ঞানমূলক আলোচনা করেন কবি সৈয়দ আলী হাকিম। কবিতা পাঠ করেন আজাদুল হক আজাদ, ইব্রাহিম মনির, ঐতিহ্য সংগ্রাহক ম ম হাসান, গোলাম রসুল খোকন, রিয়াজুল ইসলাম, সৈয়দ আলী আন নাফী, মোঃ রাকিব হাসান, আবুল হোসেন প্রমুখ।