৭০ বার পড়া হয়েছে
অসময়ের সুর
তসলিমা হাসান।
বড় অবেলায় তুমি কড়া নাড়লে দরজায়,
এখন আমার শীতল পাটিতে
ছাদে বসে জ্যোস্নার গান শুনতে ইচ্ছে করে না।
কবিতার বই হাতে তোমায় ভাববো
সে আর হবে না বোধ হয়!
শীত পেরুতেই যে বসন্তের সকাল
শিউলি কুড়িয়ে মালা গাঁথার সময় কই আর!
একসময় জানো?
কত পালিয়ে বেড়িয়েছি দিগ থেকে দিগন্তে
শাড়ির আঁচলে নিয়েছি ক্ষণিকের সুখ
অযথা হেসেছি ভাসিয়ে দুখ
এখন সেসব পুরনো এ্যালবামের ধূসর স্মৃতিমালা।
খুব অসময়ে এসে দাঁড়িয়েছো তুমি
অথচ কত অপেক্ষায় প্রহর গুনেছি
ক্যালেন্ডারে আঁকাআকি
কেটেছি চোখের জলে,
তখন তোমার ছিল হাজার অজুহাত।
আজ যখন এলে
তখন আমার বেলা পড়েছে
নীড়ে ফিরবো, নীড়ে ফিরবো।
টরেন্টো, কানাডা।
১০/১১/২০২৪.