অশান্ত মন
মনজুলা জাহান (মেরী)
দুই দিনের দুনিয়াতে আজ আছি কাল নেই
একদিন সব ছেড়ে চলে যেতে হবে
সুন্দর এই পৃথিবী থেকে —
থাকবে-না কোন পদচিহ্ন এই ধরনীর বুকে
কয়েক দিন কারো কারো থাকবো স্মরণে
তারপর আর কেউ রাখবে না মনে,
ব্যস্ত শহরের ব্যস্ত সব মানুষের মনে
শুধু স্মৃতি হয়ে থেকে যাবো কিছু দিন !
তারপর —
হয়ত বছর-বছর কেউ
মৃত্যু দিনে করবে স্মরণ —
দুফোঁটা চোখের জল পরবে কি
কারো চোখ বেয়ে?
কেউ করবে কি কোনো আফসোস?
বলবে কি মনে মনে এত তারাতাড়ি কেন চলে গেলে
আর কয়েকটি দিন থেকে গেলেই তো পারতে !?
প্রশ্ন জাগে মনে !
জীবনের কষাঘাতে দুমড়ে মুচড়ে গেছে এই মন
সম্পর্কের খাতিরে মায়া কান্নার কি আছে ,
কোনো প্রয়োজন?
প্রশ্নগুলো প্রশ্নই থেকে যাবে কে দেবে এর উত্তর?
তাই এই মন চায় সব সময় ,
যদি এমন হতো!
হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে
সস্পর্কগুলোতে প্রাণ ফিরে আসতো ,
নির্ভেজাল বন্ধুত্ব গরে উঠতো সবার মাঝে
ভুলে যেতো সব রাগ অভিমান —
তবে মরেও শান্তি পেতো এই অশান্ত মন ।