১৪৪ বার পড়া হয়েছে
অর্পণ
ড. নাঈমা খানম
কে?
কে বাজায় স্বরমন্ডল?
ভুবন ভরাতে কে তুলে সুর?
রাঙা সুখে ভাঙা বুক কেঁপে উঠে
সুরের আগুন প্লাবন হয়ে ভাসে
গোধুলির নির্ঝর নৈঃশব্দ ঝংকারে।
মুগ্ধতায় পেয়েছি স্তব্ধ সুন্দর
নৈরব শূন্য বুকের ভেতর।
কে সে নখরা?
উল্লাসে অবিরত সকল রঙে
আকঁলো আমার অতৃপ্ত মন
কে, কে তুলে সুর সুমধুর?
নিয়ে চল আমায় তার কাছে
ডুবে যেতে যেতে লোবানের ঘ্রাণে
তার আঙুলে সপে দেব এ প্রাণ।
পাখি হয়ে উড়ে এসে মেখে নেব
নেশার ঠোঁটে জেগে থাকা সময়ের সুর
পালকে পালকে নেশাগ্রস্ত গুঁজে নেবো
চঞ্চুতেও, সেখানে থাকা ধানশীষ ফেলে।
অধিগ্রহণের বাকীটা স্পর্শের কাছে থাক বোনা
ভয়ানক শূন্যতা ঢেকে নেব সুরের মায়াজালে।