অমর একুশে বইমেলা
তসলিমা হাসান
ফেব্রুয়ারি মাস এলেই নাকে আসে
নতুন বইয়ের গন্ধ,
মনে জাগে নব আনন্দের ঢেউ
পড়বো কতো নতুন কবিতা ছন্দ।
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির
ঐতিহাসিক চেতনার উৎস,
এ শুভ চেতনাটাকে ধরে রাখাটাই
অমর একুশে বইমেলা প্রবর্তনের উদ্দেশ্য।
বাংলা ভাষার সম্মান রক্ষার্থে বাঙলার-
-গর্বিত সন্তানরা-
-বুকের রক্তে রাঙিয়ে ছিলো রাজপথ,
সেই আত্মত্যাগ থেকেই বাঙালিরা-
– ভাষার মর্যাদা রক্ষার্থে
করেছিলো বজ্র শপথ।
ফেব্রুয়ারি এলেই বাঙলার সুসন্তানরা
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে ছুটে,
এ বইমেলায় অংশ নিয়ে গর্ববোধ করে
দিনগুলো অনেক আনন্দে যায় কেটে।
সারাবছর ধরে লেখালেখি করে-
– বই প্রকাশ করে-
অনেকেই নিয়ে আসেন বইমেলাতে,
এ বইমেলা পরিণত হয় কবি সাহিত্যিক-
-পাঠক পাঠিকাদের-
– প্রাণের মিলনমেলাতে।
স্বনামধন্য কবি সাহিত্যিকসহ
নতুন লেখকদের সুরম্য নানা লেখা,
এ বইমেলাকে প্রাণবন্ত করে তুলে-
-দেশ বিদেশের লেখক লেখিকাদের –
-সাথে হয় এখানে দেখা।
একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা
বেঁচে থাকুক অনন্তকাল,
নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা
জাগ্রত থাকুক চিরকাল ।
তসলিমা হাসান
কানাডা, ০৮-০২-২০২৩