অভিসারে সুখানন্দ
মোঃ নূরুল কাইয়ূম (ফারুক)।
আরও একটু থাকো কাছে;
দেখিবো তোমায় মন ভরে,
প্রেয়সী লজ্জা করো না পাছে;
কত ভাবনা তোমায় ঘিরে!
কথোপকথন কানে কানে;
কেউ শুনতে পাবে না ক্ষণে,
ভালোবাসি সখি মনে প্রাণে;
দিব্যলোকে কেহ নাহি জানে!
আমি দেখিবো না রবি শশী;
তুচ্ছ তব পূর্ণিমার জ্যোতি ,
জগতে শ্রেষ্ঠ মোর প্রেয়সী;
দীপ্ত আলোয় উজ্জ্বল রাতি!
তুমি মোর নীলাকান্ত মনি;
ঔজ্জ্বল্যে হীরক কোন ছার ,
পরশে কাটে ভাগ্যের শনি;
তুমি যে অনন্যা মনিহার!
অতুলনীয়া রূপসী নারী;
দর্শনে সার্থক চক্ষুদ্বয় ,
জ্যোতির্ময়ী ম্লান বিভাবরী;
বশীভূত দুরন্ত হৃদয় !
কিছু চাহি না ; চাহি তোমায়;
অনুভবে স্বর্গীয় আনন্দ ,
অজ্ঞাত অবস্থান যেথায়;
অভিসারে প্রাপ্তি সুখানন্দ!