অভাগা জন্মভূমি
রহিমা আক্তার লিলি
সোনার বরণ মুখটি তোমার
দীঘল কালো কেশ,
আজ কেনো মা তোমার এমন
ছন্নছাড়া বেশ!
সোনার ধানে ভরে যেতো
তোমার আঙিনা,
কিষাণীর ঐ মুখের হাসি
আরতো দেখি না।
তোমার কিষাণ মরছে ধুকে
ঠকছে জনম দুখী,
লুটেপুটে খাচ্ছে সবই
মধ্যস্বত্বভোগী।
তোমার আঁচল খামচে ধরে
নেই যে কারো খেয়াল,
তোমার বক্ষ খুবলে খাচ্ছে
চিল শকুন আর শেয়াল।
কোথায় তোমার সোনার ছেলে
কোথায় তোমার মান,
দুর্নীতি আর চাঁদাবাজি
দেশটা গোরস্থান।
ক্যাসিনোতে টাকার খেলা
টাকা গুনতে যায় বেলা,
রাজপ্রাসাদ আর মিনার চূড়া
মহা সুখের মিলন মেলা।
তোমার মুখে কালি মেখে
স্বর্গ গড়ে ধামে,
মিনার চূড়া বানায় তারা
মেহনতীর ঘামে।
তোমার পায়ে কুড়াল মেরে
বেগম পাড়ায় বাস,
টাকার পাহাড় গড়ে তাদের
মিটে না যে আশ।
মহা দাপট মন্ত্রী মশাই
পায় যে জামাই আদর,
সাধারণের বেহাল দশা
কোথাও নেই তো কদর।
তাদের ছেলে বিদেশেতে
মহা সুখে জীবন কাটে,
আমার দেশের সোনার ছেলে
নীতিবিহীন রাজনীতিতে
রাস্তা ঘাটে মাথা ফাটে।
মুখোশপরা ভদ্রবেসী
ঘরে টর্চারসেল,
বুক ফুলিয়ে গর্ব করে
মারে লৌহদণ্ডে তেল।
ক্ষমতা আর লুটপাটেতে
গরীব যাঁতাকলে,
হায়নারা সব হচ্ছে ধনী
দেশটা রসাতলে।
হায়! অভাগা জন্মভূমি
তুমি নাকি মহা ধনী!
স্বাধীন হয়ে কি পেলে তুমি
সর্পমণি, চোরের খনি!
১ Comment
সাহসী কবিরাই যুগে যুগে মুক্তির পথ দেখিয়েছে। আরও লিখুন। সমাজ সংস্কারের দায়িত্বে দেশের জন্য।শুভকামনা।