অবচেতন মন
মারজিয়া পপি
অবাধ্য উন্মনা মন, নেই বিরুদ্ধাচরণ ৷
ভুল করে ই চলে যায় বারবার ভুল পথে ৷
এক পা পিছায় যদি, দুই পা যায় এগিয়ে ৷
যত বেশি সরে যেতে চায় মন আরো
বেশি করে আষ্টেপিষ্টে জড়িয়ে যায় ৷
হেরে যায় মন অবচেতন ভাবনায় ৷
যা হবার কথা ছিল না কভু তাই কেন হয়ে যায় ?
কেন এতটা জড়িয়ে যায়?
বুঝতে পেরে ও যেন বুঝে না মন ৷
জেনেশুনেই করে যায় ভুল,
হেঁটে যায় ভুল করেই ভুল পথে বারবার ৷
অবচেতন মনে খুঁজে ফিরে তোমায়
অজানা কোন পথের বাঁকে ৷
মনের অজান্তেই বলে মন নেই কোথাও ,
নেই তো তুমি মনের কোন কোণে ৷
তবুও কেন অজান্তে খুঁজে ফিরে মন
অজানা কোন পথের বাঁকে ?
তবে কি মন হেরে গেলো !
অবচেতন মনের কাছে ?
বিবেক বলে হারা যাবে না অবচেতন মনের কাছে ৷
অবচেতন ?
সেতো শুধুই মনের বে- খেয়ালি ভাবনা ৷
______________
২৮-০১-২০২৩