অপেক্ষা
রাবেয়া আহমেদ চামেলী
প্রকৃতির মাঝে বসে ভাবছি আমাদের জীবন
কিসের জন্য অপেক্ষা করে আছে।
অপেক্ষা জীবনের বিরাট একসঙ্গী
অপেক্ষার সাথে মিলে আছে সময়ের পরীক্ষা।
জীবনের ভালো-মন্দ ফলাফলের জন্য করতে হয় প্রতীক্ষা।
মনের চিন্তা চেতনায় নেই কোন দ্বিধা
কল্পনার ও জীবনের স্বপ্নের মাঝে আছে রিক্ততা।
অনেকের চলার পথে নেই কোন কমলতা।
মানুষের মনের সৌন্দর্যে তার বৃদ্ধি পায় সরলতা।
এক ঝাঁক রঙিন প্রজাপতির মতো যখন এখানে
সেখানে ঘুরে বেড়াতে ইচ্ছে করে।
তখন কেন প্রকাশ পায় না মনের প্রশান্তি আর মাধুর্যতা।
তাই তো অপেক্ষার পরিশেষের ফলাফল
মানুষের মনের মৌনতা।
তাইতো মনের কল্পনার ও বাস্তবতার পার্থক্যের আছে
সুচিন্তিত মতভেদের বৃদ্ধি পায় অব্যক্ততা।
তবুও জীবনের অপেক্ষার পরিশেষের পরিসমাপ্তি ঘটবেই।
কারো জন্য সুখকর নয়তবা কারো জন্য দুঃখের বার্তা।