অন্যায়ের দাসত্বে মনুষ্যত্ব
কামরুন্নাহার
সৃষ্টির অনন্য সেরা জীব মানবকুল,
স্বার্থের মোহে অন্ধ হয়ে করছে সবাই ভুল।
অন্তর্দৃষ্টি অসার …
চোখ দুটো থেকেও আজ বড় অন্ধ।
পার্থিব লোভ লালসায় হিতাহীত জ্ঞান হারিয়ে
হয়েছে বিবেক শূন্য…
বোঝে না আজ তারা কোন ভালো-মন্দ।
প্রভাব প্রতিপত্তি আর ধন সম্পদ
অর্জনের নেশায় কেবলি থাকে মত্ত।
আধুনিক সভ্যতার অন্তরালে ঢাকা পড়েছে,
মনুষ্যত্ববোধের সমস্ত অনুভূতির অস্তিত্ব,
প্রাচুর্যের পাহাড়ের নীচে
চাপা পড়েছে মানবিক নৈতিকতা।
মানবিক সত্তা সৃষ্টির মহিমা
অনৈতিকতার আঘাতে আঘাতে হয়েছে বিলুপ্ত।
অন্যায়ের দাসত্বে প্রতিনিয়ত কেনাবেচা হচ্ছে
মনুষ্যত্ববোধের চেতনা…
খুচরো পয়সায় বিক্রিত মানবিক মূল্যবোধ,
কোন এক সময় দর কষাকষিতে হারিয়ে ফেলে
স্বকীয়তার পরিসীমা!