অতৃপ্ত ভালো থাকার ধরন
আরজু আরা
এমনি বেলায় শুধাতে মন চায়,
তোমার আঁখি পানে নিজ আঁখি রেখে ঠাঁই।
বলিব যে বুলি,
কন্ঠের গোলিতে বাক্ এসে দেয় বাঁধা।
এপার ওপার দুইভাবে বসা
তবুও একই পারে চেয়ে আছি দু’জনা।
সন্ধ্যার গোধূলিতে একাকী বিহগ যায় তার নীড়ে!
স্তব্ধতা কাটাই বেশক্ষণে,
উড়ে যাওয়া বিহগের কষ্ট বহন দেখে।
আমরা তো দু’জনেই আছি,
তবুও এত ব্যথাতুর হৃদয় ভেঙে উপচে পড়ছে
দুই নয়নের বারি !
হায় ! এ ধারার নিয়মনীতি এত নিষ্ঠুরতা
আবদ্ধ যেন, হত্যাকারীর শেষ আশ্রয় জেলারের হুকুমে একটুকরো রশির !
কোন বাঁধনই বাঁধনে মেলে না ভার।
তোমার আমার এই ধরণীর বুকে
তুমি পারি দিলে বহুদেশ সংবলিত বিস্তৃত ভূখণ্ডে
আমি আছি এক খন্ড ভূখণ্ডে।
তুমি নিচ্ছো মহাসাগরের বড় নিঃশ্বাস নিয়ে
আমি নিচ্ছি ছোট ছোট নদীর কুলকুল প্রতিধ্বনিতে
অতৃপ্ত সাধনার ধারা নিয়ে তোমারই প্রতীক্ষায় থাকব অধির হয়ে।