৫৫ বার পড়া হয়েছে
অতৃপ্ত বাসনা
দিলরুবা
তুই যে আমার রাজ কুমারী
নতুন সুখের আয়না,
তুই যে আমার জোছনা ভরা
রূপালি চাঁদের বায় না।
তোকে ছাড়া মন টিকে না
নতুন কোন গয়না,
তোর ঈশারায় পরাণ বাজে
ব্যাকুল হতে চায় না।
তোকে ছাড়া জীবন আমার
ছন্ন ছাড়া ময়না,
তোর কপালে ঘামের বিন্দু
একটু আমার সয় না।
রোজ বিকেলে তোকে ছাড়া
ছাদ বাগানে যাই না,
তোকে ছাড়া মধুর কোন
ছড়া বলা হয়না।
তুই যে আমার রাজ কুমারী
নতুন সুখের আয়না,
তোকে ছাড়া নতুন ধানের
পিঠে খাওয়া হয় না।