৪৬ বার পড়া হয়েছে
অতিথি পাখি
অপু বড়ুয়া
মেঘের শরতে যখন শীতের
আগমনী গান বাজে
আকাশ তখন শীতের পাখির
বাহারি ডানায় সাজে।
বরফের সাদা পাহাড় পেরিয়ে
শীতের পাখিরা আসে
বেঁচে থাকবার দৃঢ় প্রত্যেয়ে
দু’চোখে স্বপ্ন ভাসে।
আসে তারা উড়ে আমাদের এই
সোনার বাংলাদেশে
অতিথি পাখির আদরে এদেশ
টেনে নেয় ভালোবেসে।
আমাদের হ্রদ,ঝিলিমিলি হাসে
অতিথি পাখিকে ঘিরে
শীত শেষ হলে ঝাঁক বেঁধে ওরা
নিজ দেশে যায় ফিরে।
——————————-
প্রকৌশলী অপু বড়ুয়া/জেলা পরিষদ/চট্টগ্রাম।