২৫২ বার পড়া হয়েছে
যেই লাউ সেই তো কদু
।।সুরমা খন্দকার।।
চলবে আরো চলছে যেমন
বনানী, সাভার সীতাকুণ্ড।
বরাদ্দ তো আছে দেবার
যেই লাউ সেইতো কদু!
কে করবে রক্ষা আর
কে করবে ফলো-আপ?
পোড়া গন্ধে ঘুম আসে না
কে মানে নীতি নির্ধারক?
প্রায়ই ঘটে কিছুই হয় না
জবাব দিহি করবে কে?
বারে বারে কতো বারে
এর শেষ কোথায়
বলবে কে?
যে সন্তান হারিয়েছে বাবা
যে মা হারিয়েছে কলিজার বাচাধন ।
যার গেছে সে তো বুঝে,
বুকের ভিতর কতো আগুন লেলিহান!
স্তব্ধতার হাহাকার বার বার বলে
আমি পারি না কিছু করতে।
বহু সীমাবদ্ধতা আছে তবুও
চাই সবুজ ধরায় বাঁচতে।
১ Comment
congratulations