বই আলোচনা (বুকস রিভিউ):
কবি ও কলামিষ্ট, জনাব আবুল খায়েরের কবিতার বই
১। দীর্ঘশ্বাসের সাথে বসবাস
২। অসহিষ্ণু পৃথিবীর বুকে।
কবি আবুল খায়ের।
কবিতা মনের কথা বলে ।কবিতার মাধ্যমে একজন কবি সহজেই দেশ, কাল,সমাজ, সংসারের সুখ.দুঃখ, আনন্দ বেদনার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন ।
আমরা কবি, আবুল খায়েরের লেখা কবিতায় তাহারি আন্তরিক প্রয়াশ দেখতে পাই । তিনি তার বলিষ্ঠ ভাষা, বাক্য ও শব্দ চয়নের মাধ্যমে তার লেখা,”দীর্ঘশ্বাসের সাথে বসবাস”এবং “অসহিষ্ণু পৃথিবীর বুকে” কবিতার বই দুটোতে
ভালোবাসা ও আন্তরিকতার সাথে হৃদয়ে সব মাধুরী দিয়ে এক অনবদ্য সৃষ্টির প্রকাশ ঘটিয়য়েছেন । বিশেষ করে তার কবিতার অন্তমিল গুলি প্রাণ ছুঁয়ে যায় ।
তার কবিতায় স্বদেশ প্রেম, প্রকূতি ও ঋতু বৈচিত্রের রুপ, রংয়ের বৈচিত্র, প্রেম,ভালোবাসা, মানবতা, নারীর জীবন বোধ, স্বাধীনতা, মাতৃপ্রেম, শ্রেণিবৈষম্য, সময় সচেতনেতা, তর্জনীর গর্জন, ধর্ষিতার আহাজারি, মনুষত্ব,বেকারত্ব, হতাশা, শান্তির বারতা, সুখ, দুঃখের কেচ্ছা, স্মৃতিময় দিন, সেকাল একাল, দিন বদলের গান, রাষ্ট্র এইসব জীবনের আর্থবহ মূল্যবান বিষয়গুলি উঠে এসেছে, যা অত্যন্ত প্রশংসার যোগ্য।
ভাললাগা কিছু পংক্তি।
১। দেশ আবার হবে স্বাধীন পূর্বাকাশে একটি নতুন সূ্র্য অপেক্ষায় আছে
কখন ফিন্কী দিয়ে রোদ উঠবে একটি নতুন সকালের প্রত্যাশায়।
২। মুক্তিকামী জনতাকে দিয়েছ সাহস,
বাড়িয়েছ বুকে বল
জাতিকে করেছ ঐক্যবদ্ব,
রেসকোর্স ময়দানে ভাষণ।
৩। শীতের শোভা কুয়াশা যে
বরষার শোভা গাছগাছালি
জুড়ায় সবার দৃষ্টি।
৪। সুস্থ সমাজ সুস্থ জীবন সুস্থ দেহমন
অন্যায় অবিচার দুর্নীতি করো প্রশমন।
৫। জীবন হাতের মুঠায় পিচ্ছিল পথে
পবিত্র কলম চলে পবিত্র ক্যানভাসে
দূর করতে আগাছা জঞ্জাল।
কখনো হতাশার সুর_
৬। ভুলে ভরা জীবনের ছন্দ গতীহীন
কুরে কুরে খায় অন্যায়
তবুও দিন যায় ছন্দবিহীন
আবার কবির মতো আমরাও আশাবাদী
৭। আসছে পরশু হবে আরো সুন্দর
ভাবতেই পারো
পথিকের পথ দেখাতে_
অন্ধকার তাড়াতে জোছনার আলো।।
আমি কবি ও কলামিস্ট আবুল খায়ের-এর কলমের শক্তি দেখে বিমুগ্ধ এবং অনেক আশাবাদী, আমি উত্তোরোত্তর তার সাফল্য কামনা করি । বৈষম্যহীন সমাজ নির্মানে তার কলম আরো শানিত হোক । আগামী পথ চলায় তিনি আরো নব নব সাক্ষর রাখবেন।
এগিয়ে যাবেন । কবিকে স্বাগত ও অভিনন্দন জানাই।
পাঠককুল, বই পড়ুন ।বই কিনুন । প্রিয় জনকে বই উপহার দিন। কবি আবুল খায়েরের বই পড়ে আকর্ষনীয় কবিতার স্বাদ আস্বাদন করুন । সবাইকে ধন্যবাদ।
৩ Comments
Congratulations and best wishes.
প্রতিবিম্ব প্রকাশনী অনলাইন পত্রিকা কে অভিনন্দন ও শুভকামনা জানাই /এর উত্তরোত্তর সাফল্য কামনা করি/
লেখক ও কলামিস্ট আবুল খায়েরকে ধন্যবাদ তার অক্লান্ত পরিশ্রমে প্রতিবিম্ব প্রকাশ ডটকম ক্রমশ সফলতার মুখ দেখছে