কবিতার কাছে
সালমা সুলতানা
আমি কবিতার কাছে আমার সর্বস্ব রেখে যাব,
আমি কবিতার কাছে এক পৃথিবীর গল্প বলে যাব।
নির্জলা প্রেমের কথা, লুকানো কান্নার কথা বলে যাব।
বলে যাব,কে ভেঙেছে পাখির ঘর, কে নিয়েছে ঘুম কেড়ে,
কবেকার বানে আঘাট হলো ঘাট, কে অর্বাচীন নিজ ঘরে।
বলে যাব, কার নদী হলো খরস্রোতা, কার নদী গেল মরে,
কার লেহনে কিশোরীর আঙ্গোট,কে অন্দর অধিগ্রহণ করে।
বলে যাব তাকে, কোন্ ফাগুনে লেগেছে ভীষণ আগুন,
কোন্ বর্ষায় ভেসে গেছে সব, কোন্ চৈত্রে পুড়েছে দারুণ।
বলে যাব, কেন পুঁজিবাদী-অন্তরে নির্ঘুম পুঁজিপতি,
কেন পৃথিবীর অসুখ, কেন নাখোশ বিশ্বপতি।
পুঁজিবাদী প্রেম, মূক ও মুখোশের কথা বলে যাব,
সব ভার দিয়ে কবিতার বুকে, আমি নির্ভার ঘুমাব।