নতুন ফাগুন।
(মোঃ মাইদুল ইসলাম)
আসবে চমক তুমি দাঁড়িয়ে থেকো না
যতই থাকুক বাহাদুরি ধোপে টিকবে না,
আকাশে ফাটল ধরেছে, মেঘেরাও জোট বেধেছে
বন্ধ হবে কবে খেলা কানামাছি?
ঐদিকে উত্তপ্ত দখিনা সাগর
নিবেনা নতুন রক্তাক্ত জল,কোথায় দিবে কবর?
হাওয়ারা বয় না আগের মতন
অপেক্ষায় আছে কবে আসবে ফাগুন।
রংধনুর রংয়ে মিটে না চোখের তৃষ্ণা
নতুন সুর আসে না বাঁশিতে,
কতকাল চলবে দোষাদোষী
জাগবে কি ঘুমানো এই জাতি?
কোলাহল কলরব বন্ধ অনেকদিন
নাটের গুরু দেখি শুধু একজন,
সাইক্লোন হবে মিষ্টি বাতাস ও বইবে
আমি তুমি কবে, এক কাতারে বসবো?
স্বপ্ন দেখি ঊষালগ্নে শেষ হবে খেলা
আশা করি দূর হবে কাঁটাযুক্ত বেলা,
সব ফেলে নয়া বীজ করি রোপন
আসুক আবার নতুন ফাগুন।
৯:১২:২১
১ Comment
very good job; Congratulations.